নিজস্ব প্রতিবেদক।।
বরগুনায় কমছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জেলা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩হাজার ২৫জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬জনের। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে জেলায় আরও অন্তত ২০জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বরগুনার ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিনই প্রায় দুই শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে সবমিলিয়ে হাসপাতালটিতে প্রতিদিন অন্তত ৫০০-৬০০ জন ভর্তি রোগীর চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা। অপরদিকে সদর উপজেলার পর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ঘণ্টায় শুধু বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ৭৩জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ২০জন। এর মধ্যে বেতাগীতে ১, বামনায় ১১, পাথরঘাটায় ২ এবং তালতলীতে ৬জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৮৩জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরও আক্রান্ত রোগী ভর্তি রেয়েছে ৩৪জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট ৩হাজার ২৫জন রোগীর মধ্যে শুধু জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ২হাজার ৭৩০জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬জনের। তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জেলার আরও অন্তত ২০জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত ২হাজার ৮০৮জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বরগুনায় মশক নিধন কার্যক্রমও চলছে, অপরদিকে রোগীর সংখ্যাও বাড়ছে। তবে মশক নিধন কার্যক্রমটি যদি আরও জোরদার করা হয় তাহলে হয়তো আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।