নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের ঐতিহ্যবাহী সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে ১জুলাই মঙ্গলবার মাদরাসার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ, ডিন-ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়,ঢাকা। বিশেষ অতিথি ছিলেন আল ফারুক সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মুয়াযযযম হোসাইন হেলাল, প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আশরাফ আলী দেওয়ান,বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুর হালিম মাদানী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র মাদরাসার অধ্যাপক, প্রভাষক বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মাদরাসা শিক্ষাব্যবস্থায় যারা জড়িত থাকেন সকলেই ভাগ্যবান। কারন শিক্ষক – ছাত্র সকলেরই দুনিয়ায় সফলতার সাথে সাথে পরকালীন মুক্তিও নিশ্চিত করা সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন অত্রপ্রতিষ্ঠানে অল্প সময়ের মধ্যে অনার্স আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কামিলে হাদিস ও তাফসীর বিভাগ চালু করার ব্যবস্থা গ্রহন করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।