তালতলী প্রতিনিধি।।
অদ্য ২১.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী ফিসনেট প্রকল্প এর অফিস কক্ষে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, তালতলীর বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন/সিবিও, বেসরকারি সংস্থা/এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক,যুবকপ্রতিনিধি) নিয়ে বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলার বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর সভাপতি জনাব, আবু সিদ্দিক। এই বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভার মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণমূলক, টেকসই ও সমন্বিত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা যারা মৎস্যজীবীদের মৎস্যাধিকার ও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিক্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করা।
আজকের বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর গত মাসের রেজুলেশন পাঠ করেন, সাধারন সম্পাদক, জনাব শাহজালাল ফরাজী রেজুলেশনে আর কোন সংজোজন বিয়োজন না থাকায় উক্ত রেজুলেশন টি সকলের সম্মতিতে গৃহিত হয়।
আজকের সভায় যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, প্রান্তিক জেলে পরিবার এর মধ্যে সামাজিক নিরাপত্তায় কর্মসূচির আওতায় প্রান্তিক জেলে পরিবারের সদস্যরা যাহাতে অর্ন্তভূক্ত হতে পারে তার জন্য জেলেদের আবেদনগুলো যথাযথভাবে সমাজসেবা অফিসে প্রেরন করা, জল মহাল ইজারা পাওয়ার জন্য আবেদন এর ব্যবস্থা করা ও সহযোগিতা করা।
আজকের সভায় আরো উপস্থিত ছিলেন, সিবিডিপি এর প্রকল্প ম্যনেজার মোঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালকের দ্বায়িত পালন করেন তালতলী উপজেলার সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক ও আজকের সভায় আরো উপস্থিত ছিলেন, ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন সহ বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর র্কাযকারী কমিটির সদস্য বৃন্দ।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।