শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

০১ জুলাই থেকে কমলো সঞ্চয়পত্রে মুনাফা

বাংলাদেশ বাণী ডেক্স।। 

আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। আজ ১জুলাই থেকে নতুন হার কার্যকর হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২শতাংশ। আগে যেখানে পাঁচ ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার ১২শতাংশের ওপরে ছিল, সেখানে এবার প্রায় সব ক্ষেত্রেই হার কমানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭লাখ ৫০হাজার টাকা বা তার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে। এর বেশি বিনিয়োগে মুনাফার হার আরও কমে যাবে। সরকার আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিতভাবে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে থাকে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ানোর পর এবার সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হলো। ফলে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে মধ্যবিত্ত ও নির্ভরশীল শ্রেণির ওপর আর্থিক চাপ আরও বাড়বে। বিশেষ করে যাদের পরিবারের বড় অংশের খরচ সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

কোন সঞ্চয়পত্রের কত মুনাফা-

পরিবার সঞ্চয়পত্র ৭.৫০লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফার হার ১১.৯৩% (আগে ছিল ১২.৫০%), ৭.৫০লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

পেনশনার সঞ্চয়পত্র ৭.৫০লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফার হার ১১.৯৮% (আগে ছিল ১২.৫৫%), ৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ৭.৫০লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১.৮৩% (আগে ছিল ১২.৪০%), ৭.৫০লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ৭.৫০লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১.৮২% (আগে ছিল ১২.৩০%), ৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)

ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদি হিসাব) ৭.৫০লাখ টাকার কম বিনিয়োগে তিন বছর মেয়াদ শেষে মুনাফার হার ১১.৮২% (আগে ছিল ১২.৩০%), ৭.৫০লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)

তবে, কিছু ক্ষেত্রে হার অপরিবর্তিত থাকবে। যেমন- জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১জুলাই ২০২৫-এর আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদের মুনাফার হারই প্রযোজ্য হবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার কার্যকর হবে। ছয় মাস পর আবারও মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *