চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন,মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনির ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের আগে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন না হলে এবং কোন কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলে দেশের ১৮ কোটি মানুষ আবার আন্দোলনে নামবে।
শুক্রবার ২২ আগস্ট বিকেল ৪টায় চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার হলরুমে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আর এমন কোন নির্বাচন চায়না যার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি এসে আবার জুলুমের রাজত্ব কায়েম করবে।
৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি
জয়নুল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ।
অন্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম প্রমুখ।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি এলাকায় নির্বাচনী কর্মকাণ্ডকে বেগবান ও সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।