বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের সমাবেশে শিক্ষকদের উপর বর্বোরোচিত পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া প্রাথমিক শিক্ষা পরিবার।

রোববার বিকাল ৪টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চর নিশানবাড়িয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন তালুকদার, রহমতপুর কে.জি.এ. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ সুজা উদ্দিন, পশ্চিম হাজীপুর সরকারী প্রাথমিক বিধ্যলয়ের শিক্ষক শহিনুর বেগম, সোহরাফ হেসেন হিরন, আসাদুজ্জামান সোহাগ,

ঈমাম হেসেন, নজমুন নাহার, মাকসুদা পারভীন, সাহাদাত হেসেন, আলী আহমেদ, সানজিদা রহমান, মোসা: ফাতেমা, মো: সেহেল মিয়া , মো: রফিকুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, শাহরিয়ার রহমান সাধন, মো: আফজাল হোসেন, ইউসুফ হাসান প্রমূখ। বক্তরা কলেন, আমাদের শিক্ষকদের রক্ত রাজপথে পুলিশ দিয়ে ঝড়িয়ে বর্তমান অর্ন্তবতী সরকার ন্যাক্কার জনক কাজ করেছে।

অভিলম্বে ৩দফা দাবি মেনে নেয়ার জন্য প্রধান উপরদষ্টার প্রতি আহবান জানান। তানা হলে শিক্ষকরা বিদ্যালয়ে যাবে কিন্তু পাঠদান থেকে বিরত থাকবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিওে যাবে না বলেও সমাবেশে উল্লেখ করেন।

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *