শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কুমিল্লায় সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

অশোক সেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতন, মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন ও হত্যার প্রতিবাদে আজ গোপালগঞ্জে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা কুমিল্লার ঘটনাগুলোর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে। বক্তারা নারী নির্যাতন, মন্দির ভাঙচুর এবং ভূমি দখল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে, তারা সরকারের প্রতি আহ্বান জানান যেন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
এই প্রতিবাদ সমাবেশ থেকে সমাজের সব স্তরের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এমন সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *