শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তজুমদ্দিনে সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত সমর্থীত এম.পি প্রার্থী।

মনিরুল ইসলাম ইকরাম 
তজুমদ্দিন প্রতিনিধি।।
মানুষ মানুষের জন্য, বিপদে মানুষ মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখেই ভোলা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একাডেমির উদ্যোগে তজুমদ্দিনে সমাজকল্যাণ বিষয়ক সমাজকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ সমাজকর্মীদের কন্ট্রিবিউশনে ৫ টি সেশনে যথাক্রমে পারিবারিক স্বাস্থ্য সেবা প্যারেন্টিং ও কাউন্সিলিং এবং গ্রামীণ ও নগর সমাজ বিশ্লেষণ এবং স্থানীয় সেবা ও সম্পদের প্রবেশাধিকার মৌলিক বিষয়সহ সমাজ পরিবর্তন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সহযোগিতা, সমাজের ক্ষুদ্র উন্নয়নমূলক কাজের ভূমিকা এবং মানুষের মনোরঞ্জনের মাধ্যমে সমাজসেবা করার পদ্ধতি সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মাষ্টার মো: জাকির হোসাইন । তিনি বক্তব্যে বলেন , ” সমাজ পরিচালনা করতে হলে, যোগ্যতা অর্জন করতে হবে।  অনুষ্ঠান উদ্বোধন করেন, এ্যাড. রহমাত উল্যাহ,  জেলা মানব সম্পদ বিভাগ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাষ্টার ট্রেইনার হিসেবে ছিলেন মো: হাসনাইন আহমেদ, মুহাম্মদ হেলাল উদ্দিন, মো: গোলাম মাওলা, মো:বাহারুল।
 প্রধান বক্তা হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব নিজামুল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি জেনারেল। জনাব নিজামুল হক নাঈম বলেন, “আমাদের জন্ম সমাজের মানুষের উপকারের জন্য। সমাজসেবা এমন একটি কাজ, যা করতে বড় অর্থের প্রয়োজন হয় না দরকার শুধু সদিচ্ছা ও মানসিকতা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের উপকারে নিয়োজিত হওয়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ছোটখাটো উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ মেরামত, অসহায়ের দাফন-কাফনের ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে সমাজের উপকার করা সম্ভব এবং আমরা নিয়মিত এ কাজগুলো করে যাচ্ছি। সামনে এগিয়ে এ কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।”
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান  অতিথী হিসেবে উপস্থিত  ছিলেন
লালমোহন ও তজুমদ্দিনের সংসদ সদস্য পদ পার্থী জনাব নিজামুল হক নাঈম।
 বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক মাও: মো: আব্দুর রব, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তজুমদ্দিন উপজেলা শাখা। মাষ্টার মো: মহিউদ্দিন,  সেক্রেটারী,  বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখা। সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মো: জাকির হোসাইন শামীম , মানব সম্পদ বিভাগ , বাংলাদেশ জামায়াতে ইসলামী , তজুমদ্দিন, ভোলা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *