শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে জাতীয় নাগরিক পার্টির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক।। 

আগামী ১৫জুলাই বরিশালের পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমন উপলক্ষে বরিশাল জেলা কার্যালয়ে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ পয়লা জুলাই ২০২৫ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়।

কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে প্রস্তুতি সভায় বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সভা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি বরিশালের ১০উপজেলা ও মহানগরের ৩০টি ওয়ার্ড থেকে অর্ধলক্ষ্য লোক উপস্থিতির পরিকল্পনা গ্রহণ হয়, সভা সুন্দর ও শৃংখল করার জন্য শৃঙ্খলা, মিডিয়া ও অভ্যর্থনা কমিটি গঠন করা হয় ।

সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু সাঈদ মুসা সবাইকে ধন্যবাদ জানান এবং পরিকল্পনা অনুযায়ী যথাযথ পদক্ষেপের মাধ্যমে জুলাই পদযাত্রা বরিশালে সুন্দর ও আনন্দমুখর করার জন্য সবাইকে আহ্বান এবং ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *