কুয়াকাটা প্রতিনিধি।।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা তিনদিনের বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। আকাশজুড়ে ঘন কালো মেঘের আধিপত্য বিরাজ করছে।
এদিকে, কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে পায়রা বন্দরসহ দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মহিপুরের ফয়সাল ফিশের স্বত্বাধিকারী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, “সাগরে অবস্থানরত সকল ট্রলারকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের নিরাপদে মাছ ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।