শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আগৈলঝাড়ার শতবর্ষ স্কুলের প্রতিষ্ঠাতা ভেগাই

আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা ভেগাই হালদারের ১শ ৭২তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন শেষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানকারীসহ দেশ রক্ষায় সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, র‌্যালী, স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে স্মরণ সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা পুরুষ ভেগাই হালদারের কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জল্লা ইউনিয়ন আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. বিনয় ভুষন রায়, বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের সাবেক অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক ফারহানা আক্তার, শিক্ষক আবুল কালাম আজাদ, বিলকিস আক্তারসহ প্রমুখ।
উল্লেখ্য, ক্ষনজন্মা ভেগাই হালদার বাংলা ১২৬০ সালের ২১আষাঢ় জন্মগ্রহণ করেন এবং ক্ষণজন্মা পুরুষ ভেগাই হালদার ১৩৪০ সালের ২১আষাঢ় (৬জুলাই) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯১৯ সালের ২৬ জানুয়ারি নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী প্রতিষ্ঠা করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *