শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাবুগঞ্জে ওষুধের দোকানে মোবাইল কোর্ট: তিন ফার্মেসিকে জরিমানা

বাবুগঞ্জ প্রতিনিধি ॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে আজ একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *