সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার লাল পোল ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার গভীর রাতে, আনুমানিক সাড়ে ৩টার দিকে, ঢাকা থেকে বরগুনাগামী মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের খালে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই গৌরনদী উপজেলার কাসেমাবাদে লাল পোল ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রেলিং ভেঙে সোজা খালে পড়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। চালক ও বাসটিকে শনাক্ত করার কাজ চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।