শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ষার ভারী বর্ষণে থমকে গিয়েছে জনজীবন দিশেহারা সবজি চাষিরা

অশোক সেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।
বিগত কয়েক দিনের ভারী বর্ষণে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জনজীবন থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে উপজেলার গোপালপুর গ্রামের কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়েছেন। স্থানীয়ভাবে “সবজি উৎপাদনের কারখানা” হিসেবে পরিচিত এই গ্রামটি সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে সবজি সরবরাহ করে থাকে এমনকি টমেটোর মৌসুমে বরিশাল বিভাগের অনেক পাইকারি ব্যবসায়ী এখানে বাণিজ্য কুঠি স্থাপন করেন। তবে টানা বর্ষণে এখানকার কৃষকরা এখন দিশেহারা।
বিরামহীন এ বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসলই এখন পানির নিচে ডুবে আছে, আবার অনেক সবজি পচে যাচ্ছে। পানির চাপে অনেকের ঘের বা পুকুরের  বাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাইরে পাঠাতে পারছেন না, এমনকি স্থানীয় বাজারেও বেচা-কেনা প্রায় বন্ধ। গোপালপুরের সবজি বাজারে এখন বিরাজ করছে সুনসান নীরবতা। ভারী বর্ষার কারণে বাজারে নেই তেমন কোনো বিক্রেতা ও ক্রেতা(পাইকারী)। সবজি চাষিরা আশঙ্কা করছেন, এভাবে আর দু-তিন দিন চলতে থাকলে তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই প্রাকৃতিক দুর্যোগে গোপালপুরের সবজি চাষিদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *