শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

টানা বৈরী আবহাওয়ায় হতাশ উপকূলের জেলেরা

মহিপুর প্রতিনিধি।।
টানা বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তালের কারণে আবারও খালি হাতে ঘাঁটে ফিরছেন উপকূলের জেলেরা। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন সরকারের সামুদ্রিক মাছ আহরণের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ছিল এরপর পরপরই দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ ইলিশের দেখা পায়নি মৎস্য বন্দরের জেলেরা।
একদিকে অবরোধের ঘানি অন্যদিকে বৈরী আবহাওয়া সব মিলিয়ে হতাশ জেলেরা। কেউ কেউ পেশা পরিবর্তনের কথা ভাবছেন। আবার অনেকেই দাদন নিয়ে বাধ্য হয়ে এ পেশাই পড়ে আছেন।
মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী শাহীন হাওলাদার বলেন, সম্প্রতি ৫৮ দিনের মৎস্য অবরোধ শেষেই সাগরে শুরু হয়েছে দফায় দফায় নিম্নচাপ। যার কারণে সাগর থেকে ট্রলার নিয়ে বার বার জেলেরা ঘাটে ফিরছে। ফিরে আসা এই ট্রলারগুলোর প্রত্যেকটিতে কয়েক লাখ টাকার বাজার করে সাগরে পাঠাতে হয়। কখনো নিম্ন চাপ কখনো লঘুচাপ সব মিলিয়ে বড় রকমের ক্ষতির মধ্যে আছি আমরা ট্রলার মালিকরা, ঋনগ্রস্ত হয়ে পড়েছি।
মায়ের দোয়া বোটের হেমায়েত মাঝি জানান, ৫৮ দিনের অবরোধের পর এখন পর্যন্ত লাভের মুখ দেখিনি কয়েকদিন পর পর আবহাওয়া খারাপ, বাজার সদায় করে যখনই সমুদ্রে নামি দুই এক দিন ফিশিং করার পরই আবহাওয়া খারাপ হয়ে যায়, কোন উপায় না পেয়ে আবার ঘাটে ফিরে আসি, এভাবে চলতে থাকলে এ পেশা ছেড়ে দিতে হবে।
মহিপুর মৎস্য আড়ৎদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রাজু আহমেদ রাজা   জানান গত চার বছরে আমরা ব্যবসার মুখ দেখিনি, শুধুই লস, লাখ লাখ টাকা দাদন দিয়ে যদি এভাবে হয় এ পেশা টিকিয়ে রাখার কোন সাধ্য নাই।
মহিপুর আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ইলিশের দাম চড়া থাকলেও, ইলিশের তেমন দেখা পাচ্ছি না আমরা। বৈরী আবহাওয়ায় জেলেরা সমুদ্রে ফিশিং করতে না পারায় জেলে সহ আমরা আড়ৎদাররা বিপাকে পড়েছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র বার বার খারাপ হচ্ছে, ফলে গত কয়েকবছর আমরা দেখেছি গভীর সমুদ্রে লম্বা জালে কিছু মাছের দেখা পেলেও ভাসান জাল, কালো কট বা লাল জালের অধিকাংশ জেলেরা কিন্তু তেমন ইলিশ পাননি। আশা করছি আবহাওয়া অনুকূলে আসলে। ভালো পরিমাণে ইলিশের দেখা পাবে জেলেরা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *