নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১২০জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাড়াল ৫ হাজার ৮৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫জন। যদিও গত ২৪ঘণ্টায় কেউ মারা যাননি।
মঙ্গলবার (৮জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ৮৪জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ৭জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫জন, ভোলার হাসপাতালে ৪জন, পিরোজপুরের হাসপাতালে ৫জন।
বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৫হাজার ৩৯৮জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪২৪জন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।