নিজস্ব প্রতিবেদক।।
আমরা আকিদা ও আদর্শের ব্যাপারে কখনো আপস করবো না বলে মন্তব্য করেছেন ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
তিনি বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপরে কখনো আপস করবো না। মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে ইয়াওমে আশুরা স্মরণীয়। এ দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি।
তিনি বলেন, আমাদের প্রিয় শায়খ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) গত বছর এ দিনেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তাই এ দিনটি আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমকে আর ফিরে পাব না কিন্তু তার আদর্শ অনুসরণ অনুকরণ করলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।