শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

আকিদার ব্যাপারে আপস করব না : ছারছীনার পীর

নিজস্ব প্রতিবেদক।। 

আমরা আকিদা ও ‎আদর্শের ব্যাপারে কখনো আপস করবো না বলে মন্তব্য করেছেন ‎ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

তিনি বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপরে কখনো আপস করবো না। মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে ইয়াওমে আশুরা স্মরণীয়। এ দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি।

তিনি বলেন, আমাদের প্রিয় শায়খ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) গত বছর এ দিনেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তাই এ দিনটি আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমকে আর ফিরে পাব না কিন্তু তার আদর্শ অনুসরণ অনুকরণ করলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক।

আরো পড়ুন

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *