বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

এক দফা দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্য

নিজস্ব প্রতিবেদক।।
‎টানা চার ঘন্টা বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধের পর পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। পরে তারা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের সাথে তারা বসার চেষ্টা করছে। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি মডেলের মতো স্বতন্ত্র কমিশন গঠনের এক দফা দাবিতে আজ বুধবার সকাল ১০ টা থেকে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা সড়কের উপর গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে করে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে যাত্রীরা।
‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দুই মাস ধরে ঢাবির অধিভুক্তি বাতিল করে বিআইটি’র মতো স্বাধীন কমিশন গঠন করার দাবি জানিয়ে আসছেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে কোন কর্ণপাত করেনি। এরই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বর্জন করে একাডেমিক শার্টডাউন করে আন্দোলন চালিয়ে আসছে। আর এরই ধারাবাহিকতায় আজ ব্লকেড কর্মসূচি পালন করছে।
তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে তাদের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা জানান তাদের দাবি আলাদা না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ও সড়ক ছেড়ে যাবেন না।
‎শিক্ষার্থীদের অবরোধের খবরে বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে, তবে শিক্ষার্থীরা তাদের একদফা দাবি আদায়ে সড়ক না ছাড়ার হুশিয়ারি দেয়। পরে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পরে সড়ক ছেড়ে ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।  এতে শিক্ষার্থীদের বেশ কয়েকজন আহত হয়।
ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী জানিয়েছেন শিক্ষার্থীরা যে এক দফা দাবি তুলেছে সেই বিষয়ে মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে পুলিশের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোন বক্তব্য দেয়নি।
বরিশাল সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, (ভূমি) আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে আমরা দফাই দফায় বৈঠক করছি। তাদের একটি প্রতিনিধি দল জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলবে সে ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি দ্রুত এ বিষয়টি সমাধান হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *