নিজস্ব প্রতিবেদক।।
টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে পটুয়াখালীর বাউফলে আমনের বীজতলা ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার শতাধিক প্রান্তিক চাষি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে বাউফল উপজেলায় ৩৪হাজার ৭১২হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১,২০২ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা।
কিন্তু গত কয়েক দিনের অব্যাহত বর্ষণ ও জোয়ারের পানিতে ৫৬১হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় চাষিরা জানান, বৃষ্টির পানি এবং নদীর জোয়ারে জমিগুলো এখনো তলিয়ে আছে। এতে বীজতলার ধানের বীজ পচে গেছে। কেউ কেউ একাধিকবার বীজতলা করেও ক্ষতির মুখে পড়েছেন।
চর কালাইয়া গ্রামের চাষি ওলিউল্লাহ বলেন, দুইবার বীজতলা করলাম, দুইবারই পানিতে নষ্ট হয়ে গেল। এখন আবার নতুন করে বীজ রোপণ করতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।