চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে ৪৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি ও তার এক সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী নারী ৩ জুলাই ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন, যার নম্বর ২৮৬-২৫। মামলা সূত্র জানা যায় এরআগে গত ২৮ জুন বিকাল ৫ টার দিকে নারীর স্বামীর বসতঘরের পিছনের বারান্দায় চৌকির ওপরে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
আদালতের মামলার আসামীরা হলেন-উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়ন চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ফিরোজ (৪৫)। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. কাসেমের ছেলে। অপরজন হলেন তার সহযোগী একই ওয়ার্ডের বাসিন্দা মোফাজ্জল হক মাঝির ছেলে মন্নান মাঝি (৪৫)।
ভুক্তভোগী নারীর মামলা সূত্র জানা যায়, তিনি একা বাড়িতে বসবাস করেন। সংসারে স্বামী ছাড়া অন্য কোনো সদস্য নাই। তার বাড়ি থেকে অন্যান্য বাড়ির দূরত্ব প্রায় আদা কিলোমিটার৷ আসামীররা প্রায় সময় তার স্বামী বাড়ি না থাকার সুযোগে তাকে অশ্লীল কথাবার্তা এবং কুপ্রস্তাব দিতো। বিষয়টি তার স্বামীকে জানালে তিনি আসামিগনকে সর্তক করার পরও তারা আরো বেপরোয়া হয়ে ওঠেন। ঘটনার দিন বিকালে আসামীগন কৌশলে তার স্বামীর বসতঘর ঢুকে পিছনের বারান্দায় চৌকির ওপরে ওই নারী শোয়া অবস্থায় তার গায়ে হাত দেয়। এসময় ওই নারী চিৎকার দিলে আসামীগন নারীর পরিহিত কাপড় মুখের মধ্যে ঢুকাইয়া নারীর সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর মুখের কাপড় সরে গেলে তিনি স্বজোরে চিৎকার করেন। এসময় আসপাশের লোকজন আগাইয়া আসলে আসামীগন ঘরের পিছনের দরজা দিয়ে দৌড়ে পালাইয়া যায়। পরে ও-ই নারীর স্বামী তাকে পড়নের পরিদেয় ছেড়াবস্ত্র ও জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই নারী মামলায় আরো জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তাই তিনি আদালতের শরনাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে বিএনপি সভাপতি ও তার সহযোগীর ভয়ে স্বামীর বসতবাড়ি ছেড়ে অনাত্রে বসবাস করছেন।
অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ ও তার সহযোগী মন্নান তারা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।