শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
oplus_32

ফলাফলে সেরা এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাশের হার ৯২ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে বেসরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা স্থান অর্জন করেছে আলেকান্দা সাগরদী রুপাতলী (এআরএস) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবছরেও পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ যার দরুন, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়েছে ১০ শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ১০০ জন শিক্ষার্থী। সব মিলিয়ে স্কুলে পাশের হার এসেছে ৯২ শতাংশ। যা বিভাগের বালিকা মাধ্যমিক বিদ্যালয়গুলোর চেয়ে অনন্য স্থানে। এদিকে ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়ে তাবাসসুম জানায়, আমাদের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকরা পাঠদানে নিরলস পরিশ্রম করেছেন। তাদের এ পরিশ্রমের ফলেই আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা স্যারদের ওপর কৃতজ্ঞ।
ফলাফলে সাফল্য অর্জন করায় এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন জানান, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে। যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *