রিয়াজ ফরাজী।।
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক সফল মেয়র ও বরিশাল পোস্ট এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণে গঠিত ‘সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান (সাগর) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছোট ছেলে মোস্তাফিজুর রহমান (শাওন)।
১৯ জানুয়ারী ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এই কমিটির অনুমোদন দেন।
মরহুম মিলন মিয়ার স্মৃতি ও আদর্শ ধরে রাখতে গঠিত এই কমিটিতে ৩সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন মাফরুজা সুলতানা এবং ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল মুন্সি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আমজাদ হোসেন। দপ্তর সম্পাদক হিসেবে মো. সুমন বাকলাই, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. শুভ চৌধুরী এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. শামিম হাওলাদারের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. মাসুম বিল্লাহ (লিমন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মামুন আখন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মো. ইভান মোল্লা দায়িত্ব পেয়েছেন।
৫৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সম্পাদকীয় পর্ষদ এবং ২৪সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যসহ সর্বমোট ৮১সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়। কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান (সাগর) এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (শাওন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বোরহানউদ্দিনের মাটি ও মানুষের প্রিয় নেতা, আধুনিক বোরহানউদ্দিন পৌরসভার রূপকার মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার আদর্শ ও স্মৃতি রক্ষার্থে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।