নিজস্ব প্রতিবেদক।।
আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল মহানগরীর ২৯ নং ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
ওয়ার্ড আমীরমীর অধ্যাপক আমির হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা জহুরুল হক কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও এয়ারপোর্ট থানার আমীর মাহফুজুর রহমান আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানার শূরা সদস্য নিজাম উদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ও বৃহৎ সমাবেশ। দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করে সাত দফার পক্ষে তাদের মতামত ব্যক্ত করবে। এবারে এদেশের জনগণ একটা কাঙ্খিত পরিবর্তন চায়, সেই পরিবর্তনের লক্ষ্যে ২৯ নং ওয়ার্ডের সকল ঘরে ঘরে দাওয়াত দিয়ে মানুষকে উজ্জীবিত করতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।