বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং পাশ্ববর্তী দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তাকে কেন্দ্র করে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (১১ জুলাই ২০২৫), জুমার নামাজের পর শত শত মানুষ রাস্তার ওপর ধান রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানায় এবং পরে বাবলু মাঝির দোকান থেকে ছোট মানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয়।
উল্লেখিত রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বর্ষাকালে তীব্র কাদা, আর শুকনো মৌসুমে ধুলায় নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে বিপর্যয়কর অবস্থা তৈরি হয়।
প্রতীকী ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি নূরুল করিম বলেন, রাস্তাটির অবস্থা এতটাই করুণ যে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে না।
ছোট মানিকা ফাজিল মাদ্রাসার শিক্ষক আশরাফ ফারুক জানান, প্রতিদিন শিক্ষার্থীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এটি উন্নয়নের প্রতিচ্ছবি নয়, বরং চরম অবহেলার উদাহরণ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন জামায়াত সভাপতি ডা. নিরব, সমাজসেবক কাশেম মেলেটারী, শিক্ষক আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা হাসান শরীফ, মাওলানা ইউনুস, মাদ্রাসা প্রতিনিধি, স্থানীয় ইমাম, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, রিকশাচালক ও যুবসমাজ।
প্রতিবাদকারীরা জানান, রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে কিছু অংশ জলাশয়ে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়ে তারা ধান রোপণের মতো কর্মসূচি গ্রহণ করেছেন। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানু-উজ্জামান বলেন,
আমি এ বিষয়টি দেখেছি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সাধ্যমত ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।