সোলায়মান তুহিন, গৌরনদী //
কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ (Citizen’s Initiative) বাস্তবায়িত এবং আন্তর্জাতিক সংস্থা Brot für die Welt-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গৌরনদী শাখার সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী হলে বিচারব্যবস্থার ওপর চাপ কমবে এবং প্রান্তিক জনগোষ্ঠী ন্যায়বিচারে আরও বেশি আস্থা পাবে।” সভার শুরুতে স্বাগত বক্তব্য ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মোসা. লাকি আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. মাহাবুবুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৌরনদীর প্রেসক্লাবের আহবায়ক ও গৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার সহ অনেকেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলোম ফকির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির, গনঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, সরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রসেনজিৎ দেবনাথ, সাংবাদিক মো. নাঈম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবু নাছের। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ কাসেম। সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।