শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় আহত ৯

চরফ্যাশন ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪জন গুরুত্বর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি ৫জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) দুই দফায় উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া ঘাটে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ সোহেল, মোঃ সাকিব, মোঃ তামিম, সফিজল, ফারুক, নার্গিস বেগম, মাহাবুব, আরিফ ও আজিজ।
হাসপাতালে চিকিৎসাধীন সোহেল জানান, তার চাচাতো ভাই মাকসুদের কাছ থেকে স্থানীয় এক ব্যক্তি জাহাঙ্গীর চৌদ্দ হাজার টাকা পাওনা ছিল। জাহাঙ্গীর সেই টাকা চাইতে আসলে বেশ কিছু দিন আগে তার আরেক চাচাতো ভাই মাহাবুব সম্পূর্ন টাকার জামিনদার হয়ে ১০ হাজার টাকা মাহাবুব নিজেই পরিশোধ করে দেয়। শনিবার সকাল ৯টার দিকে বাকি চার হাজার টাকা চাইতে আসলে মাহাবুব বলে বাকি টাকা মাকসুদের কাছ থেকে নেও। পরক্ষণে জাহাঙ্গীর, সোহেল ও রাসেলসহ বেশ কয়েকজন মিলে মাহাবুবকে সেখানে মারধর করে। ফের বেলা ১১ টার দিকে ফকরুদ্দিন মাঝি ও খালেক মাঝির নেতৃত্বে রাসেল, সোহেল, মফিজ, শামিম, হাবিবুল্লাহ, জলিল, আলমগীর ও আনোয়ার দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তাদেরকে ওই একই স্থানে মারধর করে গুরুত্বর আহত করে। এতে করে প্রায় ৯জন আহত হয়েছে। ৪ জন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিপক্ষ ফকরুদ্দিন মাঝি জানান, তাদের ওপর আমরা হামলা করিনি। উল্টো তারা আমাদের ওপর হামলা করেছে।
দক্ষিণ আইচা থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া জানান, বিষয়টি জেনেছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *