বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল

বোরহানউদ্দিন প্রতিনিধি।।
সারাদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বোরহানউদ্দিনে আজ বিকেলে আসরের নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির ভোলা জেলা আহ্বায়ক মেহেদী হাসান শরীফ, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, মোঃ জহিরুল ইসলাম, ছাত্রনেতা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা মানবতার চরম লঙ্ঘন। সারাদেশে এখন চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়ে পড়েছে। খুন-সন্ত্রাস বেড়ে গেছে, সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা আরও বলেন, এখন ন্যায়বিচারের জায়গা দখল করে নিচ্ছে প্রতিহিংসা। প্রশাসনের নীরব ভূমিকা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এখনই প্রতিবাদ না করলে এ ধারা আরও বিস্তৃত হবে।
বক্তারা দ্রুত এসব অপরাধের বিচার এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *