নিজস্ব প্রতবেদক।।
পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৭জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও অজ্ঞাত ১৫০থেকে ২০০জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০জুলাই) পটুয়াখালী সদর থানায় মামলাটি দায়ের করেন কার্যালয়ের কেয়ারটেকার মোস্তফা আকন।
শনিবার (১২জুলাই) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদা না পেয়ে এবং পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে ২০২২সালের ২মার্চ শহরের বনানীস্থ জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার পর শুক্রবার (১১জুলাই) রাতে মামলার ৮নম্বর আসামি হিসেবে নাম থাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জল বোসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব, পৌর আওয়ামী লীগের তথ্য সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুলতান আহম্মেদ মৃধা ও উজ্জ্বল বোস।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।