বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
Oplus_16777216

পটুয়াখালী দক্ষিণ-পশ্চিম উপকূলে স্থল নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি।।
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা উপকূল ও সমুদ্র, তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়ে গেছে।
এছাড়া স্থল নিম্নচাপের প্রভাবে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩টি জেলায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রগামী মাছধরা ট্রলার ও নৌযানগুলোকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

কলাপাড়ার ধুলাসারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারে আলহাজ্ব জালালউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আবাসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *