শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের নিয়ে লালমোহন জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

আজিম উদ্দিন খান, লালমোহন প্রতিনিধি।।

ভোলা লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৪ জুলাই (রবিবার) বিকাল ৪টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৪ইং সালের ঐতিহাসিক “জুলাই বিপ্লব” এ শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও আহতদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে । এ অনুষ্ঠানে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জনাব নিজামুল হক নাইম।

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী জনাব মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক জনাব বেলায়েত হোসেন, লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা রুহুল আমিন প্রমুখ। সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আব্দুল হক।

বক্তারা বলেন জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।”

অনুষ্ঠানে শহীদ ১২টি শহীদ পরিবার ও ৪৩ টি আহত পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বে প্রতিটি শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা করে কেন্দ্রীয় জামায়াত প্রদান করেছে। আলোচকগন শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে জামায়াতের চলমান কর্মসূচিতে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *