মো. মাকছুদুর রহমান পাটোয়ারী।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক উদ্যোগে এক হৃদয়স্পর্শী কর্মকাণ্ডে ভোলার দৌলতখানে প্রতিবন্ধী মনমোহন চন্দ্র রবিদাসকে একটি ছাতা উপহার দিয়েছে সংগঠনটি। সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলা আমির তার হাতে এ ছাতা তুলে দেন।
রবিদাস পেশায় একজন মুচি। প্রতিদিন দৌলতখান বাজারের উত্তর মাথায় (উত্তরা ব্যাংকের সামনে) ফুটপাতে বসে জুতা ও স্যান্ডেল মেরামতের কাজ করেন তিনি। জীবিকার প্রয়োজনে সকাল থেকে রাত পর্যন্ত রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাজ করতেন এই পরিশ্রমী মানুষটি। ছাতা উপহার পাওয়ায় এখন থেকে রোদ-বৃষ্টি যাই হোক না কেন, নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারবেন তিনি।
ছাতা পেয়ে আনন্দ প্রকাশ করে রবিদাস বলেন, “আগে রোদে পুড়ে কাজ করতে হত। বৃষ্টি হলে কাজ বন্ধ রাখতে হতো। এখন ছাতার নিচে বসেই কাজ করতে পারব।”
রবিদাস বর্তমানে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন।
জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদার বলেন, “জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব ও মানবতার প্রতিফলন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির প্রভাষক গোলাম মাওলা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, হাজিপুর কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন এবং ছাকিনা আদর্শ একাডেমির মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।