কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি।।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের বদলি হওয়ায় কুয়াকাটায় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় জনগণের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৯টার দিকে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
মিছিলে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। কুয়াকাটা বাজার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন রকমের স্লোগানে বদলির খবরে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেন এবং পরে উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মো. রবিউল ইসলাম দায়িত্ব পালনকালে অনেক অন্যায় কার্যক্রমে ক্ষুদ্র ব্যবসায়ী ও মসজিদের মুসুল্লিরা ভোগান্তির শিকার হয়েছেন। তার বদলির খবরে অনেকেই স্বস্তি প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে মিছিলের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নজরুল কারী বলেন, কুয়াকাটার মসজিদে জমি দখল করে অন্যায় ভাবে তার ক্ষমতার জোর দেখিয়ে নতুন করে শপিং মল নির্মাণ করে, তার বদলিতে আমরা খুশি।
এ বিষয়ে স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী জসীমউদ্দীন জানান, “আমরা অনেক দিন ধরেই ভোগান্তিতে ছিলাম। তার বদলির খবরে আমরা খুশি হয়েছি, তাই আনন্দ প্রকাশে এই মিছিল করেছি।
বদলি সংক্রান্ত বিষয় মো. রবিউল ইসলাম তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ গন্তব্য ঢাকা
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।