মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি।।
ঢাকা থেকে মনপুরা ও হাতিয়াগামী লঞ্চ সার্ভিস হাকিমুদ্দিন পর্যন্ত এসে বন্ধ হয়ে যাওয়ার পর, শতাধিক মানুষ জীবন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। প্রতিদিন এই রুটে চলাচলকারী যাত্রীরা এখন বাধ্য হয়ে ছোট নৌকা ও অন্যান্য উপায় ব্যবহার করছেন নদী পারাপারের জন্য, যা অনেকের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা অব্যাহত থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, নদী পারাপারের জন্য বিকল্প ব্যবস্থাগুলি নিরাপদ নয় এবং এতে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেনি। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত লঞ্চ সার্ভিস পুনরায় চালু করা এবং নিরাপদ নদী পারাপারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, যা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে পারে বলে ধারণা করছেন অনেকেই।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।