বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি

 শফিকুল ইসলাম মাসুদ, পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় পিরোজপুর বি আর টি এ এর আয়োজনে বাস টার্মিনালে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
ক্যাম্পেনো লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি। গত বছর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে পিরোজপুর জেলার পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের ক্যাম্পেনো লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *