নিজস্ব প্রতিবেদক।।
ভোলার চরফ্যাশনে কাবিখা ও টিআর প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার দুলারহাট থানার সাধারণ জনগণের আয়োজনে দুলারহাট বাজারে কয়েকশ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুলাল হাওলাদার বলেন, আমরা এলাকায় যে কোনো অনিয়ম দেখলে তা লুকিয়ে রাখব না, প্রতিবাদ করব। জনসচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে।
নুরাবাদ ইউনিয়নের মিজান মাতাব্বর বলেন, চরফ্যাশনে কবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের কাজের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা দেখছি নুরাবাদের অনেক স্থানে কোনো কাজ হয়নি। আমরা এসব প্রকল্পের কাজ সঠিকভাবে করার দাবি জানাই।
চরফ্যাশনে কাবিটার ৭৪টি ও টিআরের ৮৫টি প্রকল্পের কোটি কোটি টাকার কাজে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কেউ বলেছেন ১০শতাংশ কাজ হয়েছে আবার কেউ বলেছেন ২০শতাংশ কাজ হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সাংবাদিকদের বলেন, এ তিন প্রকল্পের কাজে কোথাও কোনো অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।