শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে জলাবদ্ধতায় ১০০ একর জমি অনাবাদি

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন
পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় ভোলার চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নে প্রায় ১০০ একর জমি অনাবাদি রয়েছে। আবাদযোগ্য জমি অনাবাদি থাকায় স্থানীয় কৃষক পরিবারগুলোতে হতাশা ও দুশ্চিন্তা বিরাজ করছে। জানা যায়, , চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়ক সংলগ্ন হাজি রোড এলাকায় ১০০ একর জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে গত কয়েক বছর ধরে অনাবাদি রয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, জমির পানি নিষ্কাশনের জন্য মহাসড়কে সরকারি বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল; কিন্তু প্রভাবশালী মহল ১১ নং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ও ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পণ্ডিতের সহায়তায় পুলের সম্মূখ অংশ ভরাট করে বাড়ি নির্মাণ করে।

এতে করে ঐ এলাকায় বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। জমির মালিক ও বর্গাচাষিরা পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে বাড়ি নির্মাণের অনুরোধ করলেও চেয়ারম্যান তাতে কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন বেল্লাল হাজারি, মাইনুল হাজারি ও সবুজ হাজারিসহ স্থানীয় কৃষকরা।

এদিকে কালভার্টের পূর্ব দক্ষিণ কর্নারে আওয়ামী লীগ নেতা গোলাম রহমান মন্টু ও তার ভাই মুরাদ তাদের জমিতে বাঁধ দিয়ে মৎস্য খামার নির্মাণ করায় জলাবদ্ধত আরো প্রকট আকার ধারণ করে। ফলে এখানকার জমির মালিক ও বর্গাচাষী কৃষকরা প্রতি বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষক বেল্লাল হাজারি বলেন, রসুলপুর ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপ সহকারী কৃষি কর্মকর্তাকে এসব জমি বর্ষা মৌসুমে আমন ধান চাষের জন্য উপযোগী করতে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি।

জমি চাষ ছাড়া ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় অন্তত ৮/১০ টি পরিবারের লোকজন পানি বন্দি জীবন যাপন করতে হয় বলে ও জানান, শামসুদ্দিন বেপারি, ছিদ্দিক মাঝি, আজিজ ও গনি সরদারসহ ভুক্তভোগী পরিবারগুলো। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, অল্প বৃষ্টিতেও এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষায় বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকায় আমন চাষাবাদ করা সম্ভব হয়না।

স্থানীয় গণি সিকদার বলেন, ব্রিজের সামনে বসতি না থাকলে কোন জলাবদ্ধতার সৃষ্টি হত না। জলাবদ্ধতা দূরীকরণে তিনিসহ এলাকাবাসী উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, বিষয়টা সমাধানের দায়িত্ব উপজেলা প্রশাসনের, তবে কৃষকরা এ বিষয়ে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি মোবাইলের রিং রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।

 

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *