হিজলা প্রতিনিধি।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্যর প্রতিবাদে বরিশাল জেলার হিজলা উপজেলায় ১৯জুলাই সকাল ১০টায় খুন্না বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে, মন্টু স্মৃতি সংসদ সম্মুখে, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কর্তৃক আয়োজিত মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি শ্রী মানিক লাল দাস, প্রথমে মানববন্ধন কর্মসূচি পরে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মেমনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন হাওলাদার।
এছাড়া উপস্থিত ছিলেন, হরিনাথপুর ইউনিয়নের বিএনপির নেতা ও সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম আকন, গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি হাওলাদার, জাসাস হরিনাথপুর ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক খোরশেদ বেপারী, গুয়াবাড়িয়া ইউনিয়নের সভাপতি ফারুক চকিদার, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, বড়জালিয়া ইউনিয়নের সভাপতি জাকির রাড়ী, সাধারণ সম্পাদক ইউনুস সরদার, মেমানিয়া ইউনিয়নের সভাপতি আলাল গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, হিজলা গৌরবদী ইউনিয়নের সভাপতি জাকির রাড়ি, সাধারণ সম্পাদক জাকির গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্যের প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও পথসভা । আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য একটি কুচক্রী মহল, ইসলামপন্থী দল ও নতুন কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ মোতাবেক কাজ করে যাব, পাশাপাশি অবমাননামূলক, কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্যের বিরুদ্ধে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক প্রতিবাদ করে যাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।