শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রাষ্ট্রকাঠামো পরিবর্তনের সুযোগ হয়েছে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে নাগরিক সংলাপ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার (১৯জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরের বিডিএস মিলনায়তনে বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে সুজনের সদস্যদের অংশগ্রহণে এ সংলাপ হয়।
সংলাপে সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন জনগণ কি চায় তাই তাদের কথা শোনার চেষ্টা করছি, যাতে তাদের মতামত প্রতিফলিত হতে পারে। যে কারণে পরিবর্তন এবং নাগরিকদের প্রত্যাশা কি তা তুলে ধরতেই এই সংলাপের আয়োজন।

তিনি আরও বলেন, কতগুলো বিদ্যমান নীতি, নিয়ম পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন সেগুলো কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে। এ ছাড়া তিনি কিছু কিছু আইন-কানুনে পরিবর্তন এনেছেন, সংবিধান সংশোধন করেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী করেছেন। বিগত সময়ে শেখ হাসিনা এমন একটি শাসনব্যবস্থা কায়েম করেন, যা মানুষের অধিকার হরণ করেছে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।

সুজন সম্পাদক বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে একটি ঐকমত্য কমিশন। এই কমিশন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে মৌলিক সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করতে।

তিনি বলেন, সংবিধান জনগণের অধিকারের রক্ষা কবচ। তাই জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন আছে। এ লক্ষ্যেই সুজন সারা দেশে ১৫টি নাগরিক সংলাপ আয়োজন করেছে।

সংলাপে আরও বক্তব্য দেন সুজনের বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, জেলা সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সুজনের বরগুনা জেলা সাধারণ সম্পাদক জিএম কাদের, পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *