শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঢাকায় ইতিহাসের অনন্য সাক্ষী হলো বরিশাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক।।

১৯জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে স্মরন কালের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

সমাবেশে জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল শাখা- উপশাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে আগে থেকেই সর্বাত্মক প্রস্তুতিতে ছিল বরিশাল মহানগর ও জেলা জামায়াত। ৭টি বড় লঞ্চ ও অনেকগুলো ছোট লঞ্চ সহ সড়ক পথে বাস যোগেও সমাবেশে উপস্থিত হয় হাজার হাজার কর্মী সমর্থকরা।গ

শনিবার সকালে ঢাকা সদরঘাট থেকে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের দুটি বিশাল মিছিল আলাদাভাবে সমাবেশে যোগ দেয়। মিছিল দুটি গুলিস্তান, সচিবালয়, মৎস্যভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে।

মহানগর জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এছাড়াও মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির উপস্থিত ছিলেন।

অপরদিকে বরিশাল জেলা জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা নায়েবে আমীর ড. এসএম মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারী ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খাঁন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আজম খান, নুরুল হক সোহরাব ও অধ্যাপক মাসুদুর রহমান শিকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ইতপূর্বে কোন সমাবেশে বরিশাল থেকে ঢাকায় এতো নেতাকর্মী উপস্থিত করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *