শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া।। 

বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। ২০জুলাই রবিবার উজিরপুর উপজেলার গুঠিয়া বাইতুল আমান ভিউ কমপ্লেক্সে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহে আলম মিয়ার সভাপতিত্বে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে নবগঠিত কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহে আলম মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ মৃধা।

এছাড়াও পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসাইন প্রিন্স এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক নান্নু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (বানারীপাড়া-উজিরপুর) বরিশাল-২ আসনের জনপ্রিয় নেতা শরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মোহাম্মদ হায়দার আলী লেলিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল প্রমূখ।

সম্মেলনে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন খান জানান উপজেলা ও পৌর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অতি শীঘ্রই ঘোষণা করা হবে। এছাড়াও তিনি বলেন বিগত ১৭বছরে আওয়ামী সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার এবং ত্যাগী বিএনপি নেতাকর্মীদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *