লালমোহন প্রতিনিধি।।
ভোলা জেলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পী গোষ্ঠির ৩বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বরাবরেব মতো ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য দীপন কুমার দে, বাবু নিরঞ্জন চন্দ সেন্টুকে উপদেষ্টা করে নতুন কমিটির সভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আজীজ শাহীন পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক যুব নেতা শাহিনুল ইসলাম কবির হাওলাদার।
শুক্রবার গীতিচয়ন শিল্পী গোষ্ঠির নিজস্ব কার্যালয়ে এক সভার মাধ্যমে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হলেন সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন পঞ্চায়েত, সহ সভাপতি মনি দে, সোহরাব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ জান্টু, সাংগঠনিক সম্পাদক তাপস দত্ত।
এছাড়া কমিটিতে জসিম জনি, সাইফ বাবলু, নুরুল আমিন এবং তরুনদের সম্পৃক্ত করা হয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি লালমোহনের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।