নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের আগৈলঝারা উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামে যৌথ মালিকানাধীন মাছের ঘের নিয়ে বিরধের জেরে হমলার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ সোহাগ শাহ এর বিরুদ্ধে।
অভিযোগসূত্রে জানা যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামের মো. সরোয়ার শাহ এর ছেলে ও যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি মো. রাজীব শাহ (৩০) এর সাথে একই একই গ্রামের মৃত অছিমউদ্দিন শাহ এর ছেলে মোঃ আনোয়ার শাহ (৫০) এর সাথে মৎস্য ঘেরের শেয়ার নিয়ে দীর্ঘ্য দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গত ৬ই জুন রাত ৯টায় করিম বাজারের মধ্যে আনোয়ার শাহ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার বাসিন্দা মো. জয়নাল শাহ এর ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সোহাগ শাহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেন রাজিবকে।
অভিযোগকারী মোঃ রাজীব শাহ আরো বলেন
এ ঘটনার ৪দিন পরে ১০জুন আনুমানিক রাত ১০টার সময় গৈলা বাজার থেকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে করিম বাজার অতিক্রম করলে সোহাগ শাহের নেতৃত্বে তার ছোট ভাই মো. মিলন শাহ, যুবলীগের সদস্য কালাম শাহ, মো. আলমগির শাহ, নিহার কীর্তনীয়া সহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন মোটরসাইকেলের গতি রোধ করে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালান। হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঢাকায় চলে যান।
গত ১৮জুলাই সকালে ঘেরের শেয়ারের বিষয় পুনরায় যোগাযোগ করলে একই দিন শন্ধা ৭টায় সোহাগের নেতৃত্বে ১৫থেকে ২০জন লোক রাজিবের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আবারো প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সোহাগ শাহ বলেন এই হুমকি ও হামলার সাথে আমি জরিত না, রাজনৈতিক ভাবে আমার ভাব মূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে মো. রাজিব শাহ আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।