শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক।। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বরিশাল ৫(সদর) আসনের ভোট কেন্দ্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শনিবার (২৬জুলাই) বরিশাল নগরীর টাউন হল মিলনায়তনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট হেলাল আরও বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে। সংগঠনের প্রত্যেক স্তরে দায়িত্বশীলদেরকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে। আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। এই সম্মেলনের মাধ্যমে আমরা নতুন করে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাবো এবং জনগণের অধিকার আদায়ে সামনে থেকে ভূমিকা রাখবো।

তিনি আরও বলেন, সব দল দেখা শেষ দেশের মানুষের এবার জামায়াতে ইসলামীকে দেখবে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ।ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে আনতে হবে সত্যিকারের পরিবর্তন। বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি—বাংলাদেশে এসবের আর কোনো ঠাঁই হবে না বলেন তার বক্তব্যে। আমাদের প্রতিটি ঘড়ে ঘড়ে জেয়ে ভোট চেতে হবে সবার কাছে, আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা জাহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আমির অধ্যাপক আ: জব্বার, মহানগরীর নায়েবে আমির প্রফেসর মাহামুদ হোসেন দুলাল, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর উপজেলার আমির মাও:সফিউল্লাহ তালুকদার, সদর উপজেলার নায়েবে আমির মাও:ইসমাইল হোসেন, সদর উপজেলার সেক্রেটারি অধ্যাপক কাওসার হোসাইন।

সম্মেলনে বরিশাল-৫ আসনের বিভিন্ন জাগায় থেকে আগত প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *