বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের বাকেরগঞ্জে নুরুজ্জামান মুন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৮জুলাই) বেলা পৌনে বারোটার দিকে অচেতন অবস্থায় মুনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি গ্রামের জামান উদ্দিনের ছেলে। নিহতের বাবা জামান উদ্দিন জানান, মুন মহেষপুর আফসার আলী ডিগ্রি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী। আজ সকাল এগারোটার দিকে সে নিজ বাড়ির আঙ্গিনায় জামরুল গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় । পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চচিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সোহেল রানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরেঞ্জিত স্যার থানায় ফোন দিয়ে জানালে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের লাশ সুরাহাতল করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, কি কারণে ওই পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি তার পরিবার জানাতে পারেনি।
এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন গলায় ফাঁস দেয়া একজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমের মর্গে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *