বাকেরগঞ্জ প্রতিনিধি।।
সৌদি প্রবাসীকে অপহরণ করে ১০লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় অপহরণ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৭জুলাই) বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে শফিকুল ইসলাম (৪৭) নামে ওই আসামিকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো:আহসান উল্লাহ।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের আক্কাস গাজীর দুই ছেলে দীর্ঘ ১০ বছর যাবত সৌদি আরবে থেকে ব্যবসা ও চাকুরী করে।
গত ২১জুলাই (সোমবার) সকাল ৯টার দিকে আক্কাস গাজীর ছোট ছেলে তরিকুল ইসলামের ইমু নাম্বার থেকে অজ্ঞাত একজন ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানান। এসময় অপহরনকারীরা তরিকুলকে নির্যাতন করে তার বাবাকে শোনায় ও ২০লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরবর্তীতে অপহরণকারীদের দাবি অনুযায়ী তরিকুলের বাবা কয়েকটি নাম্বার দিয়ে অপহরনকারীদের দেওয়া বিকাশ নাম্বারে(০১৮৮৯৩৫১৩৭১) ২লক্ষ ৬৫হাজার টাকা, নগদ নাম্বারে (০১৬১৫-০৫২৩৩১) ১লক্ষ ২০হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করে। একই সময় অপহরনকারীরা সৌদিতে অবস্থানরত তরিকুলের বড় ভাই আফজাল হোসেনের কাছ থেকেও ৬লক্ষ ৪০হাজার টাকা আদায় করে। মোট ১০ লক্ষ ২৫ হাজার টাকা আদায় শেষে ২২জুলাই তরিকুলকে ছেড়ে দেয় অপহরনকারীরা।
পরবর্তীতে তরিকুলের বাবা আক্কাস গাজী ২২জুলাই রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণকারীদের প্রদত্ত বিকাশ নাম্বারে কথা বলে জানতে পারেন উক্ত নাম্বারটি কুমিল্লা জেলার দৌলতপুর থানার মা ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম নামের একজনের।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশের দোকান মালিকের সাথে কথা বলে অপহরনকারীদের আপাতত টাকা দিতে নিষেধ করে। দোকান মালিক কৌশলে অপহরনকারীদের টাকা আটকে রেখে ২-৩ দিন পরে দেওয়া হবে বলে জানান। পরবর্তীতে গত ২৭জুলাই( রবিবার) পুলিশের টিম কুমিল্লা গিয়ে বিকাশ মালিককে অপহরণ চক্রের লোকদের ফোন দিয়ে টাকা নিতে আসতে বলে। সেখানে সৌদিতে অবস্থানকারী তারা মিয়ার বাবা শফিকুল ইসলাম টাকা নিতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুমিল্লা থেকে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।