শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাকেরগঞ্জে ৩টি চোরাই মহিষ উদ্ধার, গ্রেফতার-১

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি থেকে ৩ টি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯জুলাই) ভোর রাতে বরিশাল কোতোয়ালি থানার জাগুয়া ইউনিয়নের খয়েরদিয়া গ্রামের জয়নাল খানের ছেলে সেলিম খানের বাড়ি থেকে এই মহিষ উদ্ধার করা হয়।

একই দিন রাত ১২টা ৫মিনিটের সময় চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান রুপাতলীর জাকারিয়ার গ্যারেজের সামনে থেকে উদ্ধার করে ভ্যান ড্রাইভার বিপ্লব শিকদার (২৮) এর স্বীকারোক্তি অনুযায়ী চোরের বাড়ি থেকে মহিষ উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

ইতিপূর্বে ২৬জুলাই ভোররাতে উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকা থেকে আব্বাস ডাকুয়ার ১টি, রুবেল শিকদারের ১টি ও নুর ইসলামের ১টি সহ মোট ৩টি মহিষ চুরি হয়। এ ঘটনায় ২৮জুলাই আব্বাস ডাকুয়া বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার বলেন, চুরি মামলা দায়েরের ৫ঘন্টার মধ্যে আমরা ৩টি চোরাই মহিষ, চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান ও পিকআপ ভ্যান ড্রাইভারকে গ্রেফতার করেছি।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *