শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে দ্বিতীয় দফায় ড. মাসুদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (৩০জুলাই) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. মাসুদ জানান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলাসহ ৪উপজেলার ২২লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বগা ফেরির পরিবর্তে একটি সেতু নির্মাণ। বিগত সময়ে ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে বগা সেতু নির্মাণ করা হয়নি।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে বাউফালবাসীর পক্ষ থেকে থেকে বগা সেতু নির্মাণের দাবি জানানোর পর তিনি আন্তরিকতার সঙ্গে সেতু নির্মাণের আশ্বাস প্রদান করেছেন।

এরই ধারাবাহিকতায় সেতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে আজ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজল (ডিপিপি) কাজ প্রায় শেষের দিকে। পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগা সেতু নির্মাণ তাঁর কিংবা তাঁর দলের একক প্রচেষ্টা নয়, এর কৃতিত্ব বাউফলবাসীর। তিনি আগামীতে বাউফলবাসীকে সঙ্গে নিয়ে আধুনিক বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করে বাউফলবাসীর সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যেকোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাউফলবাসীকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবেন। এসময় তার সঙ্গে বাউফল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *