নিজস্ব প্রতিবেদক।।
বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আরিফুল হাসান আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৩জুলাই ২০২৫ তারিখে ঢাকার ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট আরিফুল হাসান আরিফ এজাহারভুক্ত আসামি। মামলাটি (মামলা নম্বর-২৪) অনুসন্ধানের অংশ হিসেবে ভাটারা থানা থেকে আমতলী থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। সেই অনুরোধের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আমতলী থানার ওসি জগলুল হাসান বলেন, ডিএমপি ভাটারা থানায় দায়ের করা মামলায় আসামি হওয়ায় তাদের অনুরোধে আমরা আরিফকে গ্রেফতার করেছি এবং তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।