বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আমতলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আরিফুল হাসান আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০জুলাই) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান।

জানা গেছে, গত ১৩জুলাই ২০২৫ তারিখে ঢাকার ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট আরিফুল হাসান আরিফ এজাহারভুক্ত আসামি। মামলাটি (মামলা নম্বর-২৪) অনুসন্ধানের অংশ হিসেবে ভাটারা থানা থেকে আমতলী থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। সেই অনুরোধের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আমতলী থানার ওসি জগলুল হাসান বলেন, ডিএমপি ভাটারা থানায় দায়ের করা মামলায় আসামি হওয়ায় তাদের অনুরোধে আমরা আরিফকে গ্রেফতার করেছি এবং তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *