শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
grr thana
grr thana

গৌরনদীতে ব্যাংক কর্মকর্তা-স্কুল শিক্ষকের বাসায় চুরি

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশালের গৌরনদীতে দরজার লক ভেঙে দিন দুপুরে ব্যাংক কর্মকর্তা ও স্কুলশিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা গেটের পূবালী ব্যাংক সংলগ্ন দুইটি বাসায়।

রোববার (১২ জানুয়ারি) সকালে পূবালী ব্যাংক গৌরনদী শাখার ক্যাশিয়ার জিহাদ আল মামুন জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল শহরে যাই। বিকেলে বাসায় এসে দেখি দরজার লক ভেঙে চোরেরা বাসায় ঢুকে সব তছনছ করে রেখেছে। তার বাসা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ৬৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে স্কুলশিক্ষিকা তানজিন হাসান মুনিরের বাসায় একইভাবে দরজার লক ভেঙে বাসায় ঢুকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *