নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডে শীতবস্ত্র উপহার দিয়েছে আহসান ফাউন্ডেশন। ২১ ডিসেম্বর শনিবার সকালে পুরান পাড়া লস্কর বাড়ির সামনে বায়তুল হামিদ মসজিদ প্রাঙ্গনে এ উপহার তুলে দেন ইসলামি চিন্তাবিদ, কবি ও আহসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. কামরুল আহসান হাসান।
এ সময় তিনি বলেন, অর্থনৈতিক ভাবে নিজের পরিবার নিয়ে ভালো থাকলেই চলবে না, প্রত্যেকের উচিত তার প্রতিবেশি ও তাঁদের সন্তানদের পাশে দাড়ানো। সবাই যদি প্রতিবেশি অসহায় পরিবারের খোঁজ রাখে তাহলে সুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
সাংবাদিক ও আহসান ফাউন্ডেশন এর সদস্য জাকিরুল আহসান এর সঞ্চালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট বীমাবীদ ও আহসান ফাউন্ডেশন এর উপদেষ্টা মো. রেজা আকবর ফয়সাল, সমাজ সেবক ও আহসান ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা মো. শাজাহান গাজী, বরিশাল বাণী ও আহসান ফাউন্ডেশন এর উপদেষ্টা মোহাম্মদ এমরান ডিহিদার, শায়েস্তাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা মাইন উদ্দিন, ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান, মাদরাসা ছাত্র কল্যাণ এর বাগিয়া মাদরাসা শাখা সভাপতি আমিনুল ইসলাম, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাচচু ও আহসান ফাউন্ডেশন এর সদস্য মো. রাসেল আলম।